চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

ঈদেও কক্সবাজারে খুলছে না পর্যটন স্পট, বন্ধ হোটেল-মোটেল

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২১ | ৮:৪৫ অপরাহ্ণ

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর বিধিনিষেধের পর ঈদুল আজহাকে সামনে রেখে লকডাউন শিথিল করেছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরণের চলাচল নির্বিঘ্ন করা হলেও কোরবানির ঈদেও খুলছে না কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্পট।

প্রজ্ঞাপন অনুযায়ী কক্সবাজার কক্সবাজারের সব পর্যটন স্পট বন্ধ রয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ। পূর্বকোণকে তিনি বলেন, মনস্তাত্ত্বিক কারণে লকডাউন শিথিল হলেও আগের মতো পর্যটন স্পট, হোটেল-মোটেল বন্ধ থাকবে।

এদিকে, পর্যটন সেবায় যুক্ত অর্ধলক্ষাধিক মানুষের পরিবারের দূর্বিষহ জীবন স্বাভাবিক রাখার প্রত্যয়ে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গত ২৪ জুন থেকে হোটেল-মোটেল সচল হবার সিদ্ধান্ত হয়। সবাই হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ধুয়ে মুছে পরিস্কারও করেছিল।

জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রুম বুকিং না দেওয়ার নির্দেশনা দেয়া হয়। করোনা প্রতিরোধ কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদের পরামর্শে এ সিদ্ধান্ত দেয়া হলেও আবার কঠোর লকডাউনের কবলে পড়ে পর্যটন নগরী।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট