চট্টগ্রাম মঙ্গলবার, ২১ মে, ২০২৪

পশুর খামারে চসিকের অভিযান, ৪ বিক্রেতা ও ২ ইজারাদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২১ | ৯:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অনুমতি না নিয়ে অবৈধভাবে খামার বানিয়ে কোরবানির পশু বিক্রির দায়ে ৪ বিক্রেতা ও ২ ইজারাদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) নগরীর চান্দগাঁও ও চকবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযানে চান্দগাঁওয়ের এক কিলোমিটার ও চকবাজারের জয়নগর এলাকার চারটি অস্থায়ী খামার মালিককে অবৈধভাবে কোরবানির পশু বিক্রির দায়ে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী নির্ধারিত কোরবানির হাটে পশুগুলি নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। একই অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় কর্ণফুলী কোরবানীর পশুরহাট ও সাগরিকা গরুর বাজারের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট