চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

সড়কে গণপরিবহন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২১ | ১২:২৫ অপরাহ্ণ

দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বুধবার মধ্যরাত থেকে আটদিনের জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ফলে নগরীর সড়কে আবারও স্বাভাবিক হয়েছে গণপরিবহন চলাচল। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও বেশিরভাগ গণপরিবহনে তা মানা হচ্ছে না।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রামের শাহ আমানত ব্রিজসহ বিভিন্ন সড়কে এমন  এমন চিত্র দেখা গেছে।

দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা মারুফ নামে এক যাত্রী বলেন, চাইলেও গণপরিবহনে নিয়ম মেনে চলা সম্ভব হচ্ছে না। গাড়িতে কোনো সামাজিক দূরত্ব নেই। যে যেভাবে পারছে বসে পড়ছে। চালক-হেলপারও এ বিষয়ে উদাসীন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন, আমরা সকল মালিকদের নিদের্শনা দিয়েছি যাতে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালায়। তাদের বলা হয়েছে দুই সিটে একজন করে যাত্রী বসিয়ে পরিবহন করতে। তবে অনেক শ্রমিক স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি, যাতে করে সকলে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালায়। একইসাথে যাত্রীদেরও অনুরোধ করব তারাও যেন স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে উঠে।

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট