চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

ফেন্সিডিলের জায়গায় ‘ইস্কুপ’!

নাজিম মুহাম্মদ

৪ জুলাই, ২০২১ | ১২:১৫ অপরাহ্ণ

ফেন্সিডিলের পরিবর্তে এবার ভারতের তৈরি ইস্কুপ সিরাপকে নেশা দ্রব্য হিসাবে ব্যবহার করছে মাদক সেবনকারীরা। বেশ কিছুদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে এ সিরাপ ঢাকা-চট্টগ্রাম সড়ক হয়ে নগরীতে ঢুকছে। গতকাল (শনিবার) সীতাকু-ে একটি ট্রাক থেকে প্রথমবারের মতো ৯৩ বোতল ইস্কুপ সিরাপ উদ্ধার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) সদস্যরা। ধারণা করা অবাধ ব্যবহারের ফলে ফেন্সিডিল ব্যাপক পরিচিত হওয়ায় মাদক পাচারকারীরা ফেন্সিডিলের পরিবর্তে ইস্কুপ সিরাপ পাচার করছে ভারত থেকে। চট্টগ্রামে প্রথমবারের মতো ইস্কুপ সিরাপের একটি চালন ধরা পড়লো। এর আগে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ সিরাপের চালন ধরা পড়েছে। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ফেন্সিডিলের পরিবর্তে মাদক সেবনকারীরা এখন ইস্কুপ সিরাপ সেবন করছে। ফেন্সিডিলের একই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এ সিরাপ। এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এ সিরাপ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে ধরা পড়েছে। তবে চট্টগ্রামে প্রথমবারের মতো এ সিরাপের একটি চালান ধরা পড়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে এ সিরাপ দেশে ঢুকছে। চট্টগ্রামে তারা এর আগেও এ ধরনের সিরাপের চালান এনেছে।

 

ইস্কুপ সিরাপ কি : খবর নিয়ে জানা যায়, ভারতের লেবোরেট ফার্মাসিউটিক্যালসের তৈরি ইস্কুপ সিরাপ। সাধারণ ঠাণ্ডা, এলার্জি, পরিমিতরূপে গুরুতর মৃদু থেকে ব্যথা, কাশি, জ্বর, ত্বকে চুলকানি চিকিৎসার জন্য ইস্কুপ সিরাপ ব্যবহার হয়। এর মূল উপাদান ক্লোরফেনিরামিন ম্যালিয়েট ও কোডিন ফসফেট। চিকিৎসকের পরামর্শ ছাড়া এ সিরাপ সেবন করলে শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। যেমন- মুখ শুষ্ক, মাথা ব্যথা, এলার্জি, মাথা ঘোরা, পেটের ব্যথা,  স্নায়বিক অনুভব, পেশী দুর্বল, রক্তের নিম্নচাপ, কোষ্টকাঠিন্য, বেদনাদায়ক মূত্রত্যাগ, ক্ষুধা পরিবর্তন, অনিদ্রা, নিঃশ্বাসের দুর্বলতা, নির্জীবতা, অবসাদসহ শরীরে নানা রোগব্যাধি দেখা দিতে পারে। মাদক সেবনকারীদের কাছে বহুল ব্যবহৃত ফেন্সিডিল সিরাপের মূল উপাদান তিনটি। তা হলো, কোডিন ফসফেট, প্রমিথিজিন হাইড্রোক্লোরাইড ও ইফিড্রিন হাইড্রোক্লোরাইড। কোডিন ফসফেড হচ্ছে মরফিন প্যাথেডিন গ্রুপের সিনথেটিক ডেরিভেটিভ এবং এটিতে রয়েছে নেশার উপাদান। ফেন্সিডিলের মতো ইস্কুপ সিরাপেও কোডিন ফসফেডের উপাদান রয়েছে।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট