চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

চট্টগ্রামে মদের কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২১ | ১:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পাঁচলাইশের খতিবেরহাট এলাকায় একটি মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ৬ আদিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওই কারখানা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উচিং থোয়াই মারমা (৪৪), মাসাং মারমা (৪০), উথায়োইচিং মারমা (৩৩), মেতু মারমা (৪০), আছেমা মারমা (৩০) ও ইসাইমং মারমা (২০)। সবার বাড়ি রাঙামাটি জেলায়।

আজ রবিবার (২৭ জুন) পাঁচলাইশ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় খতিবেরহাট এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযানে যায় পুলিশ। এ সময় ওই ফ্ল্যাট থেকে ৭০৬ লিটার দেশীয় মদ, মদ তৈরির উপকরণ ও সরঞ্জামাদিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এক বছর ধরে তারা ওই বাড়ি ভাড়া করে দেশীয় মদ তৈরি করতেন এবং নগরীর বিভিন্ন স্থানসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় এসব মদ বিক্রি করতেন। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট