চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

১৫ মে, ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাবেক সাংসদ ও জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) মধ্যরাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মাসুম বলেন, শুক্রবার রাতে তার নিজ বাড়ি সাতকানিয়া হতে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে  হেফাজতের গত ২৬ ও ২৭ মার্চ তাণ্ডবে  সংশ্লিষ্টতা রয়েছে ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় তিনটি মামলায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের জন্য আবেদন করে হাটহাজারী থানা পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে সাতকানিয়া থানা পুলিশ প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে আজ ভোররাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বাড়ির ভেতরে একটি কক্ষের ওপরে স্টোর রুমে লুকিয়ে ছিলেন তিনি। শনিবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে।

পূর্বকোণ /খোকন/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট