চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা: সংবাদ সম্মেলনে ডিসি

নিজস্ব প্রতিবেদক 

৪ এপ্রিল, ২০২১ | ১২:২৬ অপরাহ্ণ

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘হাসপাতাল কেন, যেকোনো জায়গায় করোনা নিয়ে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিসি মমিনুর রহমান বলেন, ‘করোনার প্রথম ধাক্কা সামলে নিয়ে এবার আমরা অনেকটা প্রস্তুত রয়েছি। গত বছরের মতো এবার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোনো সংকট নেই। পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাকর্মী প্রস্তুত রয়েছে। অতীতের অভিজ্ঞতা নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুত রয়েছে সরকার।’

লকডাউনে সরকারি সহায়তা থাকবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নিম্নআয়ের লোকজনের জন্য খাদ্যবান্ধব অনেক কর্মসূচি চালু রেখেছে। লকডাউন দীর্ঘস্থায়ী হলে অতীতের মতো এবারও জনগণের পাশে থাকবে সরকার।’

গত বছর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর সরকারি ও বেসরকারি পর্যায়ে আইসোলেশন সেন্টার খোলা হয়। এবারও সেই ধরনের উদ্যোগ নেয়া হবে কিনা জানতে চাইলে জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘আগের মতো এবার আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনের সঙ্গে সঙ্গে আইসোলেশন সেন্টারগুলো চালু করা হবে। চিকিৎসাব্যবস্থার কোনো সংকট হবে না।’

ডিসি বলেন, চট্টগ্রামে সরকারি হাসপাতালে ২২৯ জন ও বেসরকারি হাসপাতালে ৩৮৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি ভর্তি রয়েছে। করোনা রোগীর শয্যা ও আইসিইউ খালি রয়েছে। বিভিন্ন হাসপাতালে ১০১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে।

ডিসি মমিনুর রহমান বলেন, দেশের অন্যান্য এলাকার চেয়ে চট্টগ্রামের মানুষ অনেক সচেতন। তারপরও আজ রবিবার ১১টায় নগরী ও জেলায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা কর্মসূচি শুরু করা হবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট