চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

ছুটির দিনে পর্যটকশূন্য পতেঙ্গা সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক

২ এপ্রিল, ২০২১ | ১০:১৪ অপরাহ্ণ

করোনার উর্ধ্বমুখী সংক্রমণের কারণে নগরীর সকল বিনোদন কেন্দ্র আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। কিন্ত সেই নির্দেশনা বাস্তবায়নে পতেঙ্গা সমুদ্র সৈকতে পুলিশের শক্ত অবস্থানের কারণে কোন পর্যটক ছিল না আজ শুক্রবার (২ এপ্রিল) ছুটির দিনে।

পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া পূর্বকোণ অনলাইনকে বলেন,, পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রবেশ পথে আমরা কঠোর অবস্থান গ্রহণ করায় কোন পর্যটক প্রবেশ করতে পারেনি। সৈকতের বিভিন্ন স্পটে আমাদের পুলিশ সদস্যরা সজাগ আছে।

এদিকে, আজ চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব শপিং সেন্টার, বিপণিকেন্দ্র, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশনা দেন তিনি।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট