চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

বিকাশের প্রতিনিধি পরিচয়ে প্রতারণা করতো সোহেল

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২১ | ৯:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ইপিজেডে সোহেল রানা নামের এক বিকাশ হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণা করতো। সোমবার (১৫ মার্চ ) রাত ১১টায় ইপিজেডের আকমল আলী রোডে মা-বাবার দোয়া স্টোরে অভিযান চালিয়ে সোহেল রানাকে (২৪) আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

গ্রেপ্তারকৃত সোহেল রানা মাগুরার মোহাম্মদপুরের দাতিয়াদহ এলাকার মো.মনোয়ারের ছেলে।

মো. নুরুল আবছার জানান,  অভিযোগের ভিত্তিতে ইপিজেড থানাধীন আকমল আলী রোডের খালপাড়া মা-বাবার দোয়া স্টোরে অভিযান পরিচালনা করে আসামি সোহেল রানাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি বিকাশ একাউন্ট হ্যাক করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে। সে সুকৌশলে বিভিন্ন বিকাশ গ্রাহকের নাম্বারে কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করে বিকাশ একাউন্ট আপডেট করার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতো।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট