চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

রাঙামাটিতে সেতুর গার্ডার ভেঙে ২ নির্মাণ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২১ | ৪:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর ওপর নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন মো. ইউছুফ ও মো. সবুজ। দুইজনেরই বাড়ি জামালপুর বলে জানা গেছে। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সড়ক বিভাগ জানায়, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি শুরু হওয়া এই সেতুর কাজ ২০১৯ সালের ১ জানুয়ারি শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে।

স্থানীয়রা জানায়, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ পর্যন্ত দুইবার সেতুটির গার্ডার ভেঙে পড়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পূর্বকোণকে বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে সেতুর গার্ডার ভেঙে পড়ে। এতে কাজ করার সময় দুই শ্রমিক আহত হয়েছে। গার্ডার ভেঙে পড়ার বিষয়ে তদন্ত হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট