চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

মাছ ব্যবসার আড়ালে ইয়াবা কারবার, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২১ | ৭:২৩ অপরাহ্ণ

মাছ চাষের আড়ালেই করতেন ইয়াবা ব্যবসা। আর এসব অবৈধ ব্যবসার টাকায় গড়েছে অবৈধ সম্পদও। যদিও শেষ পর্যন্ত তালিকাভুক্ত চট্টগ্রামের আনোয়ারার এ ইয়াবাকারবারী ধরা পড়েছে দুদকের জালে। অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৮২ লাখ ৭৬ হাজার ২৩১ টাকার অবৈদ সর্ম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ছাবেরুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

বুধবার (১০ মার্চ) দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলা দায়ে করেন জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ। মামলা নম্বর (২)।

ছাবেরুল ইসলাম আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়ার আব্দুল হামিদের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, আসামি ছাবেরুল ইসলাম নিজেকে মাছ চাষী বলে উল্লেখ করলেও এ সংক্রান্ত কোন দালিলিক প্রমাণ পাওয়া যায় নি। প্রকৃতপক্ষে সে ইয়াবা কারবারের সাথে জড়িত, এছাড়া সম্পদ গড়লেও তার কোন ধরনের উৎস দেখাতে পারেনি।

ছাবেরুল ইসলাম অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৯০ হাজার ২৩১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে। ৮২ লাখ ৭৬ হাজার ২৩১ টাকার স্থাবর, অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক তা স্থানান্তর, হস্তান্তর, রুপান্তর পূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২)/২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট