চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

শিশুকে বেধড়ক পেটানো সেই মাদ্রাসা শিক্ষককে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২১ | ৬:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে আট বছর বয়সী এক ছাত্রকে মাদ্রাসায় বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে ওই শিক্ষককে হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়। তাঁর নাম মাওলানা ইয়াহিয়া।

গতকাল বিকেলে মাদ্রাসাটিতে এই মারধরের ঘটনা ঘটে। মারধরের ভিডিও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শিক্ষক ইয়াহিয়া শিশুটিকে ঘাড় ধরে মাদ্রাসার ভেতরে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে বেত দিয়ে বেধড়ক পেটান।

মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর গতকাল রাত ১২টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন ওই মাদ্রাসায় যান। একই সঙ্গে শিশুটির মা-বাবাকেও খবর দেয়া হয়।

ইউএনও রুহুল আমিন বলেন, আমি মাদ্রাসায় গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষক, মাদ্রাসার পরিচালকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করি। তাকে হাটহাজারীর কোনো মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ারও নির্দেশ দিয়েছি।

এদিকে শিশুটির বাবা বলেন, তাঁরা মামলা করতে চান না। এ ক্ষেত্রে তাঁদের ওপর কোনো চাপ নেই।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট