দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও চারু চট্টগ্রামের স্বত্বাধিকারী শিমুল খালেদ। (ইন্না-লিল্লাহি….রাজিউন)। রবিবার ভোর ৬ টায় তিনি নগরের মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
গতকাল আসরের নামাজের পর দামপাড়া গরিব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, মা-বাবা, ভাইবোন আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগাহী রেখে গেছে।
তিনি সাংবাদিক ও সাহিত্যিক খালেদ বেলালের বড় ছেলে। তাদের গ্রামের বাড়ি সন্দ্বীপের বাউরিয়ায়। কর্মজীবনে তিনি বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ফেরদৌস, নায়িবা মৌসুমীসহ বিখ্যাত মডেলের এবং বিভিন্ন নামি-দামি ব্যান্ডের ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন। অসাধারণ সব সাফল্যের জন্য তিনি অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। সর্বশেষ তিনি ‘চট্টলা এক্সপ্রেস’ নামে বাংলা চলচ্চিত্রের প্রধান উদ্যোক্তা হিসাবে কাজ করে গেছেন।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএ