সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আলহাজ সামসুল আলম চৌধুরীর ১০ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত, দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান ২৬ এপ্রিল শুক্রবার মরহুমের বাস ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারস্ ইনস্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। খাদ্য বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন্স জেলার সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের পরিচালক প্রকৌশলী মোমিনুল হক, প্রয়াস পরিচালক বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, হেফাজ উদ্দীন আহমেদ, সামাজিক সংগঠন গ্রিণল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের বর্তমান সভাপতি খুরশীদ উল আলম, সাহাবুদ্দিন পেয়ারু, মো. রফিউল কাদেও প্রমুখ। প্রয়াসের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আলমগীর মো. ফারুক, সহ সাধারণ সম্পাদক এ কে এম মুস্তাফিজুর রহমান রাসেল, সুভাষ সরকার, মো. শাহজাহান প্রমুখ। প্রধান অতিথি বলেন, গত ১০ বছর ধরে প্রয়াস চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেবামূলক কর্মকা- করে অবহেলিত সমাজকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্থা ও ঠিকানা। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রয়াস সভাপতি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।-বিজ্ঞপ্তি