কোরবানির ঈদকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জমে উঠেছে পশুর হাট। সরেজমিনে দেখা যায়, দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছে ক্রেতা-বিক্রেতারা। তবে বাড়তি দামের কারণে অনেক ক্রেতার নাগালের বাইরে পছন্দের পশু। এদিকে গোখাদ্যের উচ্চমূল্যের কারণে দামের ছাড় দিতে চান না বিক্রেতারা। হাটের ইজারাদার জুলফিকার আলী জানান, হাটে পর্যাপ্ত গরু এসেছে। তবে এখনো বেচা-কেনা তেমন জমেনি। হয়তো সামনের বাজারে বাড়তে পারে। এদিকে বাজারে জাল নোট শনাক্তকরণের জন্য সোনালী, কৃষি ও পূবালী ব্যাংকের সমন্বয়ে একটি জাল নোট সনাক্তকরণ বুথ খোলা হয়েছে। যার […]