টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা নিয়ে মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তাররা হলো- টেকনাফ সদর ইউনিয়নের বরইতলীর নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪), মিয়ানমার বুচিদং জেলার মংডু থানার আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাং প্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮)। র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বরইতলী এলাকার সালামত উল্লাহর বসতঘরে মাদক কেনা-বেচার খবর পেয়ে গতকাল রাতে […]