সীতাকুণ্ডে পতিত পুকুরে ভেটকি আর তেলাপিয়া মাছের মিশ্র চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার বহু মানুষের চোখ খুলে দিয়েছেন জেবল হোসেন নামক এক মৎস্য চাষী। যা সর্বত্র প্রশংসিত হচ্ছে। জানা গেছে, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী গ্রামের জেবল হোসেন একজন কর্ম উদ্যমী মানুষ। সংসারের প্রয়োজনে নানান কাজ করে আয় করতেন তিনি। এলাকার বেড়িবাঁধ এলাকায় ছিল তার একটি পতিত পুকুর। লবণাক্ততার কারণে এই পুকুরে সব ধরনের মাছ চাষ সম্ভব ছিল না। ফলে এটি অবহেলায় পড়েছিল। এই কথা জানতে পেরে জেবল […]