আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ‘ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড’ বা ‘বন্ধুকে টাকা ফেরতের দিন’। প্রতি বছর বেশ ঘটা করে আমেরিকায় এই দিনটি পালিত হয়। আমেরিকানরা এটিকে বন্ধু দিবসও বলেন। মূলত ব্যাংক অব আমেরিকা ১৭ অক্টোবরকে বন্ধুর ধারের টাকা ফেরত দেওয়ার দিন হিসেবে উদযাপন করার প্রথম উদ্যোগ নেয়। এটিকে মূলত তাদের মুনাফা লাভের একটি পদ্ধতি হিসেবেই নিয়েছিল ব্যাংক অব আমেরিকা। তাদের পরিকল্পনাও কাজে দিয়েছে বেশ ভালোই। আমেরিকায় এদিনে টাকা পাঠানোর জন্য একাধিক অনলাইন অ্যাপ রয়েছে। এই দিবসে যেগুলোতে হাজার হাজার […]