বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনা সত্ত্বেও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ ফেব্রুয়ারি ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। সেখানে উন্নয়ন কর্মকাণ্ড চালানোর কথা জানিয়ে ট্রাম্প দাবি করেন, ফিলিস্তিনিদের নিরাপদ ও আধুনিক আবাসন দেয়া হবে এবং এ কাজে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না। এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু এই বক্তব্য ট্রাম্পের আগের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ৪ ফেব্রুয়ারি মি. ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মালিকানায় […]