সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে অলআউটের পর গতকাল উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পেয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন সকালে ৬৯ রানের সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাহিদ রানা। ফেরান বেন কারানকে (১৮)। দ্রুত সময়ে নাহিদ রানার আঘাতে বিদায় নেন দারুণ খেলতে থাকা ব্রায়ান বেনেটও (৫৭)। পরে ৮৮ রানে হাসান মাহমুদ আঘাত হানলে দ্রুত সময়ে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে দলের ইনিংস মেরামতে অবদান রাখছিলেন শন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিন। লাঞ্চের আগে অধিনায়ক আরভিনকে ফিরিয়ে […]