শিক্ষার্থীদের একটা রক্তাক্ত সফল অভ্যুত্থানের ফলাফল আজকের মুক্ত বাংলাদেশ। বাংরাদেশ ভার্ষন ২। স্বাধীনতার পর বেহাত হওয়া সুযোগ আবার দুয়ারে নাড়া দিচ্ছে যেমনটি আমরা চাই, তেমন দেশ গড়ার। শিক্ষার্থীরা অদম্য সাহসে বুকের রক্ত দিয়েছে। এতে দেশ নতুন এক সম্ভাবনায় প্রান্তে এসেছে। অনেক আশার আলো নিয়ে। জনকল্যাণময় জীবনের হাতছানিতে ভরপুর হয়ে। সব অন্যায় অবিচার মুক্ত সাম্য মৈত্রির বিকাশে। কতগুলি মারাত্মক সমস্যা দেশের পরতে পরতে অনুপ্রবেশ করে জমাট বদ্ধতায় মন ও মানসিকতাকে পুরো পরিবর্তন করে দিয়েছে। বিশেষ করে জননীতিধারী, প্রশাসন ও সরকারী […]