সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বুধবার পর্যন্ত ১০৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৮৪ জন এবং নারী ২৫ জন। সৌদি আরবের আইন অনুযায়ী, এদের ওই দেশেই দাফন করা হয়েছে। মক্কায় মারা গেছেন ৮৯ জন, মদিনায় সাতজন, জেদ্দায় একজন, মিনায় ৯ জন, আরাফায় দুইজন ও মুজদালিফায় একজন। বুধবার (১৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। বুলেটিনে জানায়, বুধবার মারা যাওয়া সর্বশেষ হাজীর নাম মো. আব্দুস সামাদ আকন্দ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর বয়স। […]