হিমালয়ের ১৩ হাজার ৫ শ ৫০ ফুট বা ৪ হাজার ১শ ৩০ মিটার উচ্চতায় অবস্থিত অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম ট্রেকিং করার রেকর্ড গড়লেন ১০ বছর বয়সী বাংলাদেশি মেয়ে অহনা রিদা জাহরা। গত ৩০ নভেম্বর ১০ সদস্যের একটি দল অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার জন্য বাংলাদেশ ছেড়ে যায়। ট্রেক লিডার ব্যতীত, ১০ বছর বয়সী অহনা সহ গ্রুপের নয় জন সদস্যের জন্য এটিই ছিল প্রথম হিমালয়ে ট্রেকিং অভিজ্ঞতা। নেপালের অন্নপূর্ণা অঞ্চলে তাদের ট্রেকিং এর ৫ম দিনে, ৩ নভেম্বর তারিখে দলটি ১৩ হাজার […]