বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় ৭৯ নাবিকসহ দুটি ট্রলার জব্দ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে গতকাল সোমবার সকাল ১০টায় তারা ট্রলারসহ নাবিকদের ধরে নিয়ে যায় বলে মালিক্ষপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে। এই দুটি নৌযান হল এফভি লায়লা–২ ও এফবি মেঘনা–৫। এফভি লায়লা–২–এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। এফভি মেঘনা–৫ এর মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড। সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন বলেন, ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমা থেকে এক নটিক্যাল […]