ভারতের উত্তরাখন্ড রাজ্যে সিল্কিয়ারা টানেল ধসে আটকে পড়াদের উদ্ধারকাজে তেমন অগ্রগতি হয়নি। এখনও দমবন্ধ পরিবেশে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তবে বহু চেষ্টার পর ১০ দিনে প্রথম তাদের ছবি পাওয়া গেছে। সেসঙ্গে তারা প্রথম তরল খাবার হিসেবে গরম খিচুড়ি আর ডাল পেয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার পাহাড় ড্রিল করে ছয় ইঞ্চি ব্যাসের একটি পাইপ শ্রমিকদের সামনে পর্যন্ত ঢোকানো সম্ভব হয়। সেটার ভেতর দিয়েই পাঠানো হয়েছিল ক্যামেরা। ১২ নভেম্বর সকালে ব্রহ্মখাল-য়ামুনোত্রী […]