ইতিহাসের পাতায় বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, মহান ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষের জন্ম-মৃত্যু মিলিয়ে রচিত হয় এক অনন্ত কাহিনি। যা নতুন দিগন্ত উন্মোচন করে। ফিরে তাকালে দেখতে পাই আজকের এই দিনটি একাধিক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। বছরের পর বছর কেটে গেলেও এই দিনটি বিভিন্ন আলোচিত-সমালোচিত ব্যক্তিত্বের জীবন বা ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিণত হয়েছে। ঘটনাবলি: ১৭৯০ – মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়। ১৮৫৫ – স্নানযাত্রার দিন মহাসমারোহে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। ১৮৫৮ – ওয়েস্টমিনিস্টারজুড়ে প্রথম ধ্বনিত হয়েছিল […]