বাংলাদেশি মম এন্ড কিডস ক্লাব ইউএই’র উদ্যোগে পৌষ মেলা উপলক্ষে এক জম্পেস পিঠা পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে আমিরাতের রাস আল খাইমাহ’র ইয়াসমিন প্যালেসে। শনিবার (১৮ নভেম্বর) উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেলের সহধর্মিনী এবং বাংলাদেশ কন্স্যুলেট দুবাই লেডিস গ্রূপের সভাপতি আবিদা হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিম আফলাতুন সিআইপি। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মম এন্ড কিডস ক্লাবের উপদেষ্টা আসগর চৌধুরী, ইয়থ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইয়াসমিন ইসলাম […]