আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর মাধ্যমে কোনো ব্যক্তির ছবি চুরির পর সেটি বিকৃতির মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে রিভেঞ্জ পর্নো বলে। বিশ্বের বেশ কয়েকটি প্ল্যাটফরম রয়েছে যেখানে এ ধরনের সমস্যায় পড়লে ভুক্তভোগীকে সাহায্য করা হয়। ইতোমধ্যেই আপনার বা আপনার পরিচিত কোনো ব্যক্তির ছবি বিকৃত করে ইন্টারনেটে শেয়ার করে থাকে তাহলে কীভাবে সেটি ডিলিট করবেন, এর উপায় নিয়ে আজকের টিপস। যুক্তরাজ্যের একটি ননপ্রফিটেবল চ্যারিটি সংস্থার এমন একটি হেল্প লাইন রয়েছে। নাম StopNCII.org। এটি ব্রিটেনের রিভেঞ্জ পর্নো হেল্পলাইন সার্ভিস। এ প্ল্যাটফরমের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ছবি ইন্টারনেট […]