চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পড়ে থাকা মৃত্যুপথযাত্রী এক প্রবীণকে উদ্ধার করতে এসেছিলেন পাঁচ তরুণ। দুই নম্বর গেট এলাকায় সেই উদ্ধার কাজ করার সময় হঠাৎ তাদের নজরে পড়ে ফ্লাইওভারের নিরাপত্তা বেষ্টনী (রেলিং) নড়াছড়া করার আওয়াজ। গিয়ে দেখেন-হেলে পড়া একটি রেলিং ভাঙার চেষ্টা করছেন একজন। এরপর তারা ওই লোককে ধরে পাশের পুলিশ বক্সে নিয়ে যান। ঘটনাটি ছিল গত মঙ্গলবার দুপুরের। এ তো গেল রেলিং চুরির চেষ্টার সময়ে জনতার চোর ধরার প্রচেষ্টা। শুধু রেলিং নয়, ফ্লাইওভারের ওপরের অংশের স্টিল গার্ডারের […]