গোয়েন্দা পুলিশ পরিচয়ে মানি লন্ডারিং ও মাদক পাচারের মামলার কথা বলে নগরীর দুই চিকিৎসকের কাছ থেকে পাঁচ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। প্রতারকদের কথামতো ব্যাংক ও বিকাশে এসব টাকা লেনদেন করেছেন তারা। এ ব্যাপারে ডবলমুরিং থানায় দুটি মামলা দায়ের করেছেন ঘটনার শিকার দুই চিকিৎসক। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, পণ্য বিক্রি ও নানা লোভনীয় অফারে প্রতারণার ঘটনায় আমাদের কাছে বেশ কিছু মামলা রয়েছে। ঘটনার শিকার ব্যক্তিরা আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাগুলো […]