মানবিক উদ্যোগ ‘আশ বাজার’–এর বহুল আলোচিত কার্যক্রম ‘ক্রয়মূল্যে বিক্রি’ ও ‘আমদানি মূল্যে বিক্রি’ এবার সারাদেশে বিস্তৃত হতে যাচ্ছে। উদ্যোগটি শুরু হচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ইতোমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ‘আশ বাজার’ স্টল স্থাপনের অনুমতি দিয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—সিটি কর্পোরেশনের নির্ধারিত এসব স্থানের জন্য কোনো ভাড়া দিতে হবে না। ফলে পণ্যের ওপর আরোপিত খরচ তুলনামূলকভাবে কম থাকবে। পণ্যের উৎপাদনমূল্য/ ডিস্ট্রিবিউটর (নট ডিলার) মূল্য/ আমদাইন মূল্যের সঙ্গে শুধু ন্যূনতম ম্যানেজমেন্ট খরচ ও […]