কাপ্তাই রামপাড়ার শীলছড়ি এলাকার বাসিন্দা এনামুল হক বাচ্চু। ২০২০ সালে ২০০ শতক জায়গা নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে শুরু করেন বিভিন্ন ফলদ গাছের চাষাবাদ। বর্তমানে তার ফলদ বাগানে রয়েছে বরই, আম, লিচু ও মালটা গাছ। মওসুম আসলেই এসব গাছে ধরছে সুমিষ্ট ফল। চলমান বরই মওসুমে তার বাগানে ধরেছে বলসুন্দরি, মিস ইন্ডিয়া ও কাশ্মিরি বরই। বর্তমানে তার ১২০ শতক জায়গায় তিনশত বরই গাছ রয়েছে। এর মধ্যে ফল দিচ্ছে ২০ শতক বাগানের ৫০টি গাছ। অবশিষ্ট একশ শতকে এ বছর ফল আসলেও গাছ আরো পরিপক্ক […]