কোনমতেই বেড়ি পরানো যাচ্ছে না ওয়াসার গুটিকয়েক অসৎ কর্মচারীকে। মানছেন না চাকরি-বিধি। প্রভাব খাটিয়ে চট্টগ্রাম ওয়াসার প্রায় ১০ কোটি টাকার জমি দখল করে তারা অবৈধভাবে দোকান নির্মাণ করছেন। নির্মাণ বন্ধের জন্য ওয়াসা চার মাস আগে অফিস আদেশ জারি করলেও তোয়াক্কা করছেন না তারা। উল্টো দোর্দণ্ড প্রতাপে তারা দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগে জানা গেছে, সিবিএ ও নন সিবিএ সংগঠনের বাইরে চট্টগ্রাম ওয়াসায় আরো একটি সংগঠন রয়েছে। এটির নাম ‘দি ওয়াসা এমপ্লয়িজ কো অপারেটিভ সোসাইটি লিমিটেড’ (রেজিস্টেশন নং-৩১৮)। আদালতের নির্দেশনা […]