বিএসটিআই এবং বিটিএফ-ইউএসআইডি’র যৌথ উদ্যোগে হোটেল বেস্ট ওয়েস্টার্ন এ ‘বিসনেস ডায়ালগ অন স্ট্রেঞ্জথেনিং কলাবোরেশন বিটুইন বিএসটিআই এন্ড ফুড ইমপোর্টিং বিসনেস : এক্সিস্টিং চ্যালেঞ্জ এন্ড স্ট্রাটেজিস ফর ইমপ্রুভমেন্ট” শীর্ষক বিজনেস ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিটিএফ এর প্রকল্প পরিচালক মাইকেল জে পার। এছাড়া সভায় কাস্টমস কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে যুগ্ম কমিশনার মো. মারুফুর রহমান এবং বন্দর কর্তৃপক্ষের উপ-ট্রাফিক কন্ট্রোলার গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম, বিটিএফ প্রকল্পের টেকনিক্যাল এডভাইজর […]