“আফছার মাইক সার্ভিস” নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের সাউন্ড সিস্টেম পরিবহনের পিকআপ চুরির দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উত্তর কাট্টলী আচার্য্য পাড়া থেকে চুরি হওয়া পিকাআপটি উদ্ধার হলেও অভিযানে এই ঘটনায় জড়িত ২ জন পালিয়ে গেছে। শনিবার ( ২১ এপ্রিল ) ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামি মো. আজম প্রকাশ বাদশাকে (২১) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান আকবারশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। ওসি জানান, উত্তর কাট্টলী আচার্য্য পাড়া এলাকায় মহোৎসব অনুষ্ঠানে মাইক ও সাউন্ড সামগ্রী ভাড়া দেওয়া […]