চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম

রেশমি চুড়ির ডালা সাজাচ্ছেন ষাটোর্ধ্ব সালমা বেগম। সেই কাজে সাহায্য করছেন তার মেয়ে জামাই রমজান মিয়া। পুরোপুরি প্রস্তুতির আগেই তাকে ঘিরে আছেন তরুণীরা। দেখছেন বাহারি রঙের চুড়ি। কেউ হাতে পড়ে, কেউ রং দেখে পছন্দ হলেই করছেন দরদাম। প্রস্তুতির ব্যস্ততার মধ্যেও হাসি মুখে সেই চুড়ি ক্রেতাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করছেন বয়স্ক সালমা বেগম। দীর্ঘ ৪০ বছর ঢাকা থেকে এসে তিনি এমেলায় অংশগ্রহণ করে যাচ্ছেন। মেলা শুরুর বাকি আরো দু’দিন। এরমধ্যে চলছে দোকান সাজানোর কাজ। এদিকে মেলা শুরুর আগেই ভিড় বাড়ছে […]

২৩ এপ্রিল, ২০২৪ ১১:০৯:১২,

২২ এপ্রিল, ২০২৪ ১২:২৪:৫৮