দেশের ডেইরি শিল্প রক্ষায় গুঁড়োদুধ আমদানি নিয়ন্ত্রণে রাখতে হবে উল্লেখ করে চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন বলেন, এক কেজি ভালো মানের ফুলক্রিম গুঁড়োদুধ আট লিটার তরল দুধের সমপরিমাণ হিসেবে বিবেচনা করা হয়। তাই সে হিসেবে গুঁড়োদুধ, তরল দুধের মূল্যের সাথে বিবেচনা করে গুঁড়োদুধের আমদানি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। পূর্বকোণ প্রতিনিধির সাথে আসন্ন বাজেট (২০২৩-২৪) প্রসঙ্গে আলাপকালে ‘বাজেট ভাবনা’য় তিনি এ কথা বলেন। ডেইরি শিল্পের সংকট থেকে উত্তোরণে আমদানি গুঁড়োদুধের পাশাপাশি আমদানি ফ্রোজেন মাংসও নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া […]