একপাশে বিশাল খেলার মাঠ। অন্যপাশে সুইমিংপুল। চারদিকে একই মাপের ধাপে ধাপে দাঁড়িয়ে দৃষ্টিনন্দন ভবন। একটি কিংবা দুটি নয়, সারিসারি নয়টি বহুতল ভবন। সাদা রঙের এসব উঁচু বিলাসবহুল ভবন যেন আকাশ ছুঁয়েছে। দেখে মনে হতে পারে, উন্নত কোন বিশে^র চিত্র এটি। স্বপ্নের মতো মনে হলেও এমন দৃশ্যই এখন শোভা পাচ্ছে নগরীর আগ্রাবাদের সিজিএস কলোনিতে। যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে আধুনিক ৬৮৪ ফ্ল্যাটের বহুতল নয় ভবন। এমন আধুনিক সরকারি আবাসন চট্টগ্রামে এটি প্রথম। যার দুয়ার খুলবে আগামী ২৮ অক্টোবর। ফলে […]