গত এক সপ্তাহ ধরে চমেক হাসপাতালে ভর্তি ফেনীর বাসিন্দা মরিয়ম জাহান। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বেশ কয়েকটি ওষুধ প্রেসক্রিপশন করেন চিকিৎসক। যার সবগুলোই সরকারি এ হাসপাতালে বিনামূল্যে প্রদান করার কথা। কিন্তু ওই রোগীকে মাত্র দুটি ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ পেলেও এন্টিবায়োটিকসহ কয়েকটি ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। শুধু মরিয়মের ক্ষেত্রেই নয়। মাসখানেকের বেশি সময় ধরে শতাধিক ওষুধের সংকট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। যে কারণে নামিদামি ওষুধগুলো বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন রোগী ও স্বজনদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওষুধ […]