চট্টগ্রাম সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩, একজনের অবস্থা গুরুতর

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৬ | ৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাহির সিগন্যাল টেকপাড়া এলাকায় আজাদ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন – মো.কামরুল (২০), মো. বাদশা (২৫) ও শাহানুর (২৫)। 

উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দগ্ধ তিন জনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।’
পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট