
চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভুঁইয়া হত্যাকাণ্ডের মামলায় আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কালা বাচ্চু নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র অনুযায়ী, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে ইয়াসিন গ্রুপের অনুসারীদের হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন, যিনি প্রেষণে বিজিবি থেকে র্যাবে কর্মরত ছিলেন। সে সময় র্যাবের সোর্স মনার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াসিনকে ধরতে যাওয়া র্যাব টিমের ওপর অতর্কিত আক্রমণ করে সন্ত্রাসীরা। তারা র্যাব সদস্যদের আটকে রেখে অস্ত্র ছিনিয়ে নেয় এবং গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোতালেবের মৃত্যু হয়।
এই ঘটনায় গত ২২ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে ২৯ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মূলত সরকারি খাস জমির নিয়ন্ত্রণ, পাহাড় দখল ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে ইয়াসিন ও রুকন গ্রুপের আধিপত্যের লড়াই এই সংঘাতের নেপথ্য কারণ। আজ কালা বাচ্চুকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি এসেছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ