
বিট্রিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বীর চট্টলার সন্তান মাস্টার দা সূর্যসেনের স্মৃতি ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করছেন সৌরভ প্রিয় পাল ও বাপ্পি দে এর নেতৃত্বে কয়েকটি সনাতনী সংগঠন। আজ ১২ ফেব্রুয়ারী সূর্যসেনের ৯১ তম ফাঁসি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় সৌরভ প্রিয় পাল বলেন, ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে মাস্টার দা সূর্যসেন অন্যতম। বৃটিশদের অস্ত্রাগার লুটের নেতৃত্বে ছিলেন সূর্যসেন। চট্টগ্রামে বিদ্রোহ ছড়িয়ে দিয়েছিলেন তার নেতৃত্বে। তিনি সহ অনেকেই আত্মাহুতি দিয়েছিলেন বৃটিশদের কাছে। বৃটিশদের কাছ থেকে হারানো স্বাধীনতা ফিরে পেতে যাঁরাই জীবন উৎসর্গ করেছিলেন সবার প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা। আমাদের নতুন প্রজন্মকে এইসব ইতিহাস জানতে হবে। তাদের স্মৃতি ধরে রাখতে হবে।”
শ্রদ্ধা নিবেদনের পূর্বে স্থানটি পরিষ্কার পরিছন্ন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বাপ্পি দে, সৈকত বোস, প্রভাস দাশ, হিন্দু ছাত্র মহাজোট সভাপতি জনী দত্ত সাধারণ সম্পাদক বাসু দাশ, হিন্দু ছাত্র পরিষদ সভাপতি অভিজিৎ দাশ অভি, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন সহকারী টিম লিডার দূর্জয় চৌধুরী, প্রভাত, আবদুর রহমান রকি, ইয়াসিন আরাফাত আফ্রিদি, আরিফ প্রমুখ।
পূর্বকোণ/আরআর