চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির কিশোরী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির কিশোরী নিহত

ফটিকছড়ি সংবাদদাতা

২২ ডিসেম্বর, ২০২৫ | ৩:৫৩ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় আমিরাত প্রবাসী ফটিকছড়ি বাসিন্দা মুহাম্মদ আইয়ুবের ছোট মেয়ে রিপা (১৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের বাকি সদস্যরা।

 

নিহত রিপা ফটিকছড়ির পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ আইয়ুবের ছোট মেয়ে।

 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটলেও বাংলাদেশে এ খবর জানাজানি হয় সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে।

 

নিহত প্রবাসী মুহাম্মদ আইয়ুবের ভাই মুহাম্মদ আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উনার ভাই স্ব-পরিবারে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসায়িক সূত্রে বসবাস করেন। গত শনিবার মোহাম্মদ আইয়ুব স্ব-পরিবারে সড়ক পথে ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। যাওয়ার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনা শিকার হন। এতে ঘটনাস্থলে রিপা নিহত ও অন্যরা আহত হন। আহতরা রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট