
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার (৫৯), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম (৬০) ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল করিমসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার আবদুল মান্নান তালুকদার উপজেলার লালানগর ৭নং ওয়ার্ডের মৃত ইসমাইল মিয়ার ছেলে। একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম, ফজল আহমদের ছেলে। ফজল করিম (৬০) পারুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সৈয়দনগর তালুকদার বাড়ি এলাকার গুনু মিয়ার ছেলে। ওবায়দুল ইসলাম(৪৬) পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকার ৪ নং ওয়ার্ডের হাজী দুদু মিয়ার ছেলে। মাহবুব আলম (৩৯) পৌরসভার ৩ নং ওয়ার্ডের ইছাখালী এলাকারআবদুল হামিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/পারভেজ