
চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৪৫) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় অভিযান পরিচালনা করে ১৩২টি ইয়াবাসহ তাকে বাড়ি থেকে আটক করা হয়।
আটক মো. আব্দুর রহিম উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় মৃত সিদ্দিক আহমদের পুত্র।
লোহাগাড়ায় দায়িত্বরত ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আব্দুর রহিম নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/মিনহাজ/এএইচ