
কক্সবাজারের টেকনাফের কায়ুকখালীতে মৎসঘেরে অভিযান চালিয়ে মাছের ককশিট থেকে ৯ হাজার ৮০০টি ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোস্ট গার্ডের একটি দল টেকনাফ পৌরসভার কায়ুকখালী এলাকায় মৎসঘেরে অভিযান পরিচালনা করে। এ সময় মাছ সংরক্ষণের ককশিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দ করা হয় এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/এএইচসি/এএইচ