চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে গুলি বিক্রি করতে এসে রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে গুলি বিক্রি করতে এসে রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৫ | ১২:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পিস্তলের পাঁচ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে উপজেলার হোয়াইক্যং বিওপি এলাকার ওবিএম পোস্টে তাকে আটক করা হয়।

 

আটক ব্যক্তির নাম মো. আমীন (২৭)। তিনি উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আমির হাকিমের ছেলে।

 

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় ভোররাতে ওবিএম পোস্ট এলাকায় টহল চলাকালে নৌকায় আসতে দেখা যায় ওই যুবককে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

জসীম উদ্দিন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা যুবক গুলি বিক্রি করতে এসেছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট