চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে বরুমতি খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

টেকনাফ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৪২ অপরাহ্ণ

টেকনাফের জাদীমুরা রোহিঙ্গা ক্যাম্পের পেছনের শালবাগান এলাকা থেকে রহমত উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত যুবক উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা রশিদ আহমদের ছেলে বলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ শালবাগান ক্যাম্পের মাঝি খায়রুল ইসলাম।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম শালবাগান পুকুরের পূর্ব পাশে স্থানীয় রোহিঙ্গারা এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি এপিবিএন পুলিশকে জানান।

 

খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট