চট্টগ্রাম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়িতে একব্যক্তি নিহত

নাজিরহাট সংবাদদাতা

১৯ জানুয়ারি, ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে সাহাব মিয়া (৪৮) নামের একব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় বাড়ির পাশে পানির মোটরের সাহায্যে জমিতে সেচ দিতে গিয়ে এই ঘটনা ঘটে।

 

নিহত সাহাব মিয়া ওই এলাকার মুহাম্মদনগর গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

 

জানা গেছে, নিহত সাহাব মিয়া পানির মোটরের সাহায্যে ঘরের পাশে জমিতে পানি সেচ দিচ্ছিলেন। এতে লিক হওয়া সার্ভিস তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দূর থেকে আশপাশের লোকজন দেখতে পেয়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট