চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে মাটি কাটার যন্ত্র ফেলে পালাল মাটিখেকো

রাউজান সংবাদদাতা

১৫ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান হলদিয়া রাবার বাগানের বাগানবাড়ি এলাকায় পাহাড়-টিলা শ্রেণির ভূমি কাটার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

বুধবার (১৫ জানুয়ারি) শেষ বিকেলে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এ অভিযান পরিচালনা করেন।

 

তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি আদালত পরিচালনার খবর পেয়ে মাটি কাটার যন্ত্র (ভ্যাকু ও ট্রাক) ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। ওই ভ্যাকু ও ট্রাক জব্দ এবং মাটি কাটার বিষয়ে বনশিল্প কর্পোরেশনের ব্যবস্থাপককে নজরদারিতে রাখার জন্য বলা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট