হালদা নদী থেকে অভিযানে উদ্ধার হওয়া ৭০ হাজার টাকা দামের প্রায় ৫ হাজার ৬০০ মিটার জাল প্রকাশ্যে পোড়ানো হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নদী সংলগ্ন রামদাস হাটের নৌ পুলিশ ফাঁড়ির সামনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
বিষয়টি নিশ্চিত রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী
তিনি বলেন, ‘গত ১৩ ও ১৪ জানুয়ারি হালদা নদীর রাউজান কচুখাইন থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত অভিযান চালিয়ে ১৩টি চরঘেরা জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় রাউজান ও নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. রমজান আলীসহ পুলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযানে মৎস্য সম্পদ বিনষ্টকারী এই ৫৬০০ মিটার জাল আটক করা হয়। এর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। জালগুলো তখন ভেজা থাকায় পোড়ানো সম্ভব হয়নি। আজ বিকেল ৪টায় ওই জালগুলো পোড়ানো হয়।
তিনি জানান, হালদা নদীর মা মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ