চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফসলি জমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা কুতুবদিয়ায়

কুতুবদিয়া সংবাদদাতা

১৫ জানুয়ারি, ২০২৫ | ৯:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোহাম্মদ ইলিয়াছ নামের এক ব্যক্তিকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল একাডেমি মাদ্রাসা এলাকায় কুতুবদিয়া থানার এসআই সাজ্জাদ চৌধুরীসহ পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও ফসলি জমির মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

তিনি জানান, অতি প্রয়োজনে অনুমতি সাপেক্ষে পুকুর খননের অনুমতি থাকলেও জমির শ্রেণি পরিবর্তন ও ফসলি জমির টপসয়েল কাটার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট